যে শয়তানের থেকে একবার মুক্তি পেয়েছেন সেই শয়তানের চক্করে যেন আর না পড়েন সেটাই লক্ষ্য রাখুন: সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জানুয়ারি:
“যে শয়তানের থেকে একবার মুক্তি পেয়েছেন সেই শয়তানের চক্করে যেন আর পড়েন সেটাই লক্ষ্য রাখুন” মঙ্গলবার প্রত্যেকরায় পৌষমেলা ও উত্তরায়নের উদ্বোধনে উপস্থিত থেকে এমনভাবেই বিরোধীদের কটাক্ষ করেন সাংসদ বিপ্লব কুমার দেব।

বেশ কয়েকদিন ধরে ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন সাংসদ বিপ্লব কুমার দেব। চষে বেড়াচ্ছেন গোটা রাজ্য। আর প্রতিটি অনুষ্ঠানে বিরোধীদের একহাত নিচ্ছেন তিনি। মঙ্গলবারেও ব্যতিক্রম হয়নি। এদিন উত্তর জেলায় পৌষ মেলা এবং উত্তরায়ন উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে বিরোধীদের “শয়তান” বলে কটাক্ষ করলেন তিনি।

বক্তব্য রাখতে গিয়ে বিপ্লব কুমার দেব বলেন, গোটা ভারতবর্ষে একই কৃষ্টি সংস্কৃতি রয়েছে। বিভিন্ন নামে দেশেই বিভিন্ন রঙে এই সংক্রান্তি পালিত হচ্ছে। কিন্তু বিরোধীরা বলেছিল ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি এক নয়। তিনি বক্তব্য রাখতে গিয়ে জনগণের উদ্দেশ্যে আরো বলেন, যে শয়তান থেকে একবার মুক্তি পেয়েছেন সেই শয়তানের চক্করে যেন আর না পড়েন। এদিন নাম না করে বামেদের চাচাছোলা ভাষায় আক্রমণ করলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *