নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী বুধবার মুম্বইয়ের নৌসেনা বন্দরে তিনটি যুদ্ধ জাহাজের উদ্বোধন করবেন। আইএনএস সুরাট, আইএনএস নীলগিরি, এবং আইএনএস ভাগশির নামে নৌবাহিনীর এই তিনটি জাহাজ অত্যাধুনিক বৈশিষ্ট্য যুক্ত এবং গোটা বিশ্বে অন্যতম উল্লেখযোগ্য।
এই তিনটি জাহাজের সূচনা দেশের প্রতিরক্ষা, উৎপাদন ও সমুদ্রপথে সুরক্ষার ক্ষেত্রে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার লক্ষ্যকে বাস্তবায়িত করছে। আগামী বুধবার প্রধানমন্ত্রী মহারাষ্ট্র সফরে যাবেন। নৌ সেনার এই অনুষ্ঠান ছাড়াও প্রধানমন্ত্রী নভি মুম্বইয়ের খারগারে ইসকন মন্দিরের উদ্বোধন করবেন।