আগরতলা, ১৩ জানুয়ারি : ত্রিপুরা বিধানসভার শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে আজ দেশের চার প্রবাদ প্রতিম ব্যক্তিদের প্রয়াণে শোক প্রকাশ করা হয়েছে।
রাজনীতিবিদ সীতারাম ইয়েচুরি, বিশিষ্ট শিল্পপতি রতন টাটা, প্রখ্যাত তবলা বাদক ওস্তাদ জাকির হুসেন এবং চলচ্চিত্র নির্মাতা শ্যাম সুন্দর বেনেগালের প্রয়াণে ত্রিপুরা বিধানসভায় স্মৃতিচারণ করা হয়েছে। তাঁদের স্মরণে দুই মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেছেন বিধানসভার অধ্যক্ষ সহ উপস্থিত মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার সদস্যগন এবং ট্রেজারি ও বিরোধী দলের সদস্যগন।