ত্রিপুরা বিধানসভায় কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির-কে স্মরণ

আগরতলা, ১৩ জানুয়ারি: ত্রিপুরা বিধানসভা শীতকালীন অধিবেশনে আজ রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির স্মরণে স্মৃতিচারণ করা হয়েছে। এদিন অধ্যক্ষ, উপাধ্যক্ষ সহ ত্রিপুরার বিধানসভার সকল সদস্যরা তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে ২ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেছেন। 

প্রয়াত কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির স্মৃতিচারণে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন, রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি গত ১২ই সেপ্টেম্বর ২০২৪ তারিখে দিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। শ্বাসযন্ত্রের গুরুতর সংক্রমণের কারণে ১৯শে আগস্ট উনাকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে সীতারাম ইয়েচুরির বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী সীমা চিশতী, পুত্র দানিশ ও কন্যা আখিলাকে রেখে গেছেন। সীতারাম ইয়েচুরি ইচ্ছানুসারে, চিকিৎসা গবেষণার জন্য তাঁর দেহ এইমস-এ দান করা হয়।

সীতারাম ইয়েচুরির মৃত্যু আমাদের দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন এক প্রজ্ঞাবান, উদার এবং দক্ষ রাজনীতিবিদ, যিনি তাঁর আদর্শ ও সংগ্রামের মাধ্যমে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছিলেন।।

১৯৫২ সালের ১২ই আগস্ট চেন্নাই (তৎকালীন মাদ্রাজ)-এ জন্মগ্রহণকারী সীতারাম ইয়েচুরি ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী। তিনি হায়দ্রাবাদের অল সেন্টস হাই স্কুলে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন এবং পরে দিল্লিতে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষায় সর্বভারতীয় স্তরে প্রথম স্থান অর্জন করেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্ট স্টিফেন কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক এবং জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের মধ্য দিয়ে সীতারাম ইয়েচুরি উনার শিক্ষাগত কৃতিত্ব প্রমাণ করেছিলেন।

১৯৭৪ সনে বামপন্থী ছাত্র সংগঠন স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়াতে যোগদানের মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবনের সূচনা হয়। এর এক বছর পরেই ১৯৭৫ সনে তিনি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র সদস্য হয়েছিলেন। ১৯৭৫ সালে জরুরি অবস্থার সময় দেশের শাসকদের বিরুদ্ধে সক্রিয়ভাবে রাজনৈতিক সংগ্রামে অংশগ্রহণের জন্য তিনি গ্রেফতার হন। ১৯৯২ সালে তিনি সিপিআই (এম)-র পলিটব্যুরোর সদস্য নির্বাচিত হন এবং ২০১৫ সালের ১৯ই এপ্রিল দলের সাধারণ সম্পাদক পদে নিযুক্ত হন। মৃত্যুর দিন পর্যন্ত তিনি এই পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।

রাজ্যসভার সাংসদ হিসেবে সীতারাম ইয়েচুরি ২০০৫ সালে পশ্চিমবঙ্গ থেকে প্রথম নির্বাচিত হন এবং টানা দু’টি মেয়াদে, ২০১৭ সাল পর্যন্ত রাজ্যসভায় অত্যন্ত সক্রিয়ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সীতারাম ইয়েচুরির মৃত্যুর মধ্য দিয়ে ভারত হারিয়েছে এক অসাধারণ রাজনৈতিক ব্যক্তিত্ব, এক আদর্শবাদী নেতা এবং এক অনুপ্রেরণাদায়ী সংগঠক।

সীতারাম ইয়েচুরির অকাল প্রয়ানে ত্রিপুরা বিধানসভা গভীর শোক প্রকাশ করছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।এখন আমি শ্রদ্ধার সঙ্গে প্রয়াত সীতারাম ইয়েচুরির আত্মার শান্তি কামনা করে সভায় উপস্থিত সকলকে দুই মিনিট নীরবতা পালনের জন্য অনুরোধ জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *