কলকাতা, ১৩ জানুয়ারি (হি.স.): বাঙালি মুসলমানদের কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। এক্স বার্তায় অনুপ দাস নামে এক ব্যক্তি লিখেছেন, “মুসলিমরা সব সময় খালি হাত নিরীহ মানুষের ওপরেই এটাক করে। এদের প্রতিহত করলে লুঙ্গি খুলে পালাতে কালবিলম্ব করে না। আমরা ভারত পাকিস্তান যুদ্ধেই দেখেছি বা গোপাল বাবু (মুখার্জি) যখন রাস্তায় নেমেছিলেন তখনও দেখেছি। এরা ধর্ষণ আর নিষ্ঠুর অত্যাচার করে হত্যা করায় সিদ্ধহস্ত।”
প্রতিক্রিয়ায় তথাগতবাবু লিখেছেন, “অত্যন্ত প্রণিধানযোগ্য মন্তব্য। পশ্চিমবঙ্গের ‘বাঙাল’রা বাঙালি মুসলমানদের এই প্রবণতারই শিকার। দু’শোজন মিলে পাঁচজনকে আক্রমণ করতে বাঙালি মুসলমানের মত আর কেউ পারে না। আর কে না জানে, বাঙালি মুসলমানের প্রজনন ক্ষমতা অসাধারণ !”
অপর একটি এক্স বার্তায় তথাগতবাবু লিখেছেন, “বাংলাদেশের মিয়াদের চিকিৎসার জন্য ভারতে আসার একটা গুহ্য কারণ আছে। এরা হিন্দু ডাক্তার ছাড়া ভরসা পায় না।”