ত্রিপুরা বিধানসভায় রতন টাটা-কে স্মরণ

আগরতলা, ১৩ জানুয়ারি: ত্রিপুরা বিধানসভা শীতকালীন অধিবেশনে আজ বিশিষ্ট শিল্পপতি, মানবদরদী ও মহান সমাজসেবক রতন টাটার স্মরণে স্মৃতিচারণ করা হয়েছে। এদিন অধ্যক্ষ, উপাধ্যক্ষ সহ ত্রিপুরার বিধানসভার সকল সদস্যরা তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে ২ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেছেন। 

প্রয়াত বিশিষ্ট শিল্পপতি, মানবদরদী ও মহান সমাজসেবক রতন টাটার স্মৃতিচারণে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন, বিশিষ্ট শিল্পপতি, মানবদরদী ও মহান সমাজসেবক শ্রদ্ধেয় রতন টাটা আজ আর আমাদের মধ্যে নেই। গত ৯ই অক্টোবর, ২০২৪ তারিখে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

রতন টাটার আকস্মিক প্রয়াণে আমরা শুধু একজন সফল শিল্পপতিকেই হারাইনি, বরং হারিয়েছি এক মহান মানবতাবাদীকে, যিনি মানবিকতা, উদারতা ও নেতৃত্বের এক অনন্য উদাহরণ স্থাপন করে গেছেন।১৯৩৭ সালের ২৮শে ডিসেম্বর জন্মগ্রহণকারী রতন টাটা “টাটা গ্রুপের” অন্যতম প্রধান স্থপতি ছিলেন। তাঁর সুদৃঢ় নেতৃত্বে টাটা গ্রুপ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করে এবং ইস্পাত, মোটরগাড়ি, তথ্যপ্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে নতুন মাত্রায় উন্নীত হয়।

রতন টাটার দূরদর্শিতা ও উদ্ভাবনী চিন্তাধারা শুধু টাটা গ্রুপকেই নয়, ভারতীয় অর্থনীতিকেও সমৃদ্ধ করেছে।

রতন টাটা শুধুমাত্র একজন সফল শিল্পপতিই নন, তিনি এক মহান মানবপ্রেমীও ছিলেন। শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে তাঁর অবদান সর্বত্র প্রশংসিত। অসংখ্য মানুষ তাঁর দানশীলতা ও সমাজসেবামূলক কাজের মাধ্যমে নতুন জীবনের আলো দেখেছেন। প্রাণীদের প্রতি বিশেষ করে সারমেয়র প্রতি তাঁর ভালোবাসা ছিল মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

রতন টাটার অসামান্য অবদানের জন্য ভারত সরকার তাঁকে ২০০৮ সালে ‘পদ্মবিভূষণ’ সম্মাননায় ভূষিত করে। তাঁর মৃত্যুতে জাতি একজন মহান দাতা, উদার শিল্পপতি এবং মানবতাবাদীকে হারাল, যা অপূরণীয় ক্ষতি। ত্রিপুরা বিধানসভা প্রয়াত রতন টাটার শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

এখন আমি এই হাউসে উপস্থিত সকলকে প্রয়াত রতন টাটার আত্মার চিরশান্তি কামনায় শ্রদ্ধা জানিয়ে দুই মিনিট দাঁড়িয়ে নীরবতা পালনের অনুরোধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *