চারটি ভিসিকে বেলবাড়ি ব্লকে অন্তর্ভুক্ত করার দাবিতে বিক্ষোভ

আগরতলা, ১৩ জানুয়ারি : পুরাতন আগরতলার ৪ টি ভিলেজ কমিটিকে বেলবাড়ি ব্লকে অন্তর্ভুক্ত করার দাবিতে আগরতলা সার্কিট হাউসের সামনে জড়ো হয়ে আজ বিক্ষোভ প্রদর্শন করেছে ৫-খয়েরপুর অঞ্চল কমিটি।।

প্রসঙ্গত, পুরাতন আগরতলার বর্ধমান ঠাকুর পাড়া, ধুপছড়া, পশ্চিম রাধামোহনপুর এবং রাধামোহনপুর ভিলেজের কমিটিকে বেলবাড়ি আরডি ব্লকের আওতাধীন করা জন্য দাবি উঠেছে। আজ সার্কিট হাউসের সামনে গান্ধীজির মূর্তির পাদদেশে
এই দাবিতে ধর্ণায় বসে ৫-খয়েরপুর অঞ্চল কমিটি।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, নিজের প্রাপ্য দাবি আদায়ে তারা বরাবর আন্দোলন করে যাবেন। প্রয়োজনে আরো বৃহত্তর আন্দোলন করবেন তারা।

তাদের কথায়, আজকের এই আন্দোলনের মাধ্যমে তারা জানিয়ে দিতে চাইছেন নিজের অধিকার আদায়ে তারা প্রয়োজনীয় পদক্ষেপ অবধি গ্রহণ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *