ভারতকে বিকশিত করতে হলে দেশের পরিকাঠামো উন্নত করতে হবে : নীতিন গড়করি

সোনমার্গ, ১৩ জানুয়ারি (হি.স.): ভারতকে বিকশিত করতে হলে দেশের পরিকাঠামো উন্নত করতে হবে। সোমবার সোনমার্গ টানেলের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। তিনি বলেছেন, “জল, জ্বালানি, পরিবহন ও যোগাযোগ- এই চারটি বিষয়ের উন্নয়ন না হলে শিল্প, পর্যটন ও বাণিজ্যের প্রসার ঘটানো যাবে না।”

নীতিন গড়করি আরও বলেছেন, “জম্মু ও কাশ্মীরকে উন্নত ভারতের পাশাপাশি সুখী, সমৃদ্ধ, ও উন্নত করার সংকল্প নিয়ে প্রধানমন্ত্রী আমাদের এই পরিকাঠামোগত উন্নয়নের দায়িত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীর দ্বারা নির্ধারিত মিশন হল, জম্মু ও কাশ্মীরকে সুখী, সমৃদ্ধ করতে এখানে শিল্প এবং ব্যবসায়ীদের আসা উচিত। এই অনুভূতি নিয়ে যে, আমরা এই পরিকাঠামো বিকাশের চেষ্টা করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *