সোনমার্গ, ১৩ জানুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। সোমবার সোনমার্গ টানেলের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। তিনি বলেছেন, এই টানেল খুলে যাওয়ার ফলে শুধুমাত্র সোনমার্গের পর্যটন ক্ষেত্রের ভাগ্যই বদলে যাবে না, বরং এই এলাকার সামাজিক ও অর্থনৈতিক অবস্থারও পরিবর্তন হবে। এই সুড়ঙ্গটি শীতকালীন পর্যটনের জন্য একটি গেম চেঞ্জার হতে চলেছে।”
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার মধ্য কাশ্মীরের গান্ডেরবাল জেলার সোনমার্গে অত্যন্ত প্রত্যাশিত সোনমার্গ টানেলের (জেড মোরহ টানেল) উদ্বোধন করেছেন। শ্রীনগর-লেহ হাইওয়েতে মধ্য কাশ্মীরের গান্ডেরবাল জেলার গাগেনগার এলাকার কাছে নির্মিত ৬.৫ কিলোমিটার দীর্ঘ অত্যাবশ্যক জেড মোরহ টানেলটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী মোদী। উদ্বোধনের পর টানেল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি টানেল কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।