আমবাসা, ১৩ জানুয়ারি : পৌষ সংক্রান্তির প্রাক মূহুর্তে কৃষ্ণপুর বিধানসভায় রেগার মজুরি দাবী করে মুঙ্গিয়াকামী ব্লকের ভিডিওর কাছে ডেপুটেশন প্রদান করা হল। রেগা শ্রমিক মজুরি পাওয়ার জন্য মুঙ্গিয়াকামি ব্লকের বিডিওর নিকট ডেপুটেশন দিল এলাকার জনগন। মুঙ্গিয়াকামি ব্লকে চলমান কাজের জন্য শ্রমিক মজুরি পাওয়ার অনুরোধ করে দেওয়া হয় এই ডেপুটেশন। শ্রমিকরা তাদের কাজ শেষ করেছে। কিন্তু তাদের মজুরি পরিশোধ বাকি রয়েছে।
শ্রমিকদের কঠোর পরিশ্রমের জন্য মজুরি নিশ্চিত করতে এবং রেগা প্রকল্পের সুষ্ঠু কার্যকারিতা বজায় রাখার জন্য এই তহবিলের অর্থ সময়মত বিতরণ করা গুরুত্বপূর্ণ।
কিন্তু সময়মত মজুরি দেওয়া হয়নি। রাত পোহালে পৌষ সংক্রান্তি। এই অবস্থায় এলাকার মানুষের হাতে নেই টাকা। সংক্রান্তির সময় হাতে টাকা না থাকায় চিন্তায় রয়েছে সাধারণ মানুষ।
এই দিকটি বিবেচনা করে এলাকার কিছু শুভবুদ্ধিসম্পন্ন মানুষ সোমবার মুঙ্গিয়াকামি ব্লকের বিডিও দিপতনু দেববর্মার নিকট ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশনে উপস্থিত ছিলেন দিলীপ কুমার মুন্ডা, মনোরঞ্জন দেববর্মা, রাজেন্দ্র দেববর্মা, শচিন্দ্র দেববর্মা, খগেন্দ্র দেববর্মা সহ অন্যান্যরা।