লখনউ, ১৩ জানুয়ারি (হি.স.): পৌষ পূর্ণিমার শুভেচ্ছা জানালেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পৌষ পূর্ণিমা উপলক্ষে তিনি রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান। সোমবার মুখ্যমন্ত্রী যোগী জানান, আজ থেকে তীর্থরাজ প্রয়াগরাজে বিশ্বের বৃহত্তম আধ্যাত্মিক ও সাংস্কৃতিক সমাবেশ ‘মহাকুম্ভ’ শুরু হচ্ছে।
মুখ্যমন্ত্রী যোগী বলেন, বৈচিত্র্যের মধ্যে ঐক্য অনুভব করতে, বিশ্বাস এবং আধুনিকতার সঙ্গমক্ষেত্রে সাধনা ও পবিত্র স্নানের জন্য আসা সমস্ত সাধু, এবং ভক্তদের আন্তরিকভাবে স্বাগত জানাই। মা গঙ্গা সকল ইচ্ছা পূরণ করুক বলেও প্রার্থনা করেন তিনি।