আগরতলা, ১৩ জানুয়ারি: রাজ্যে মাত্র সাত মাসে থানাগুলিতে মোট ৮০৮ জন মহিলা নিখোঁজ বলে থানায় লিপিবদ্ধ করা হয়েছে। আজ ত্রয়োদশ বিধানসভার দ্বিতীয় দিনে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর তারকা চিহ্ন বিহীন প্রশ্নের লিখিত জবাবে এমনটাই তথ্য দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।
এদিন স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বলেন, গতবছরের ১ এপ্রিল থেকে ৩১ অক্টোবর পর্যন্ত রাজ্যের থানাগুলিতে মোট ৮০৮ জন মহিলা নিখোঁজ বলে থানায় লিপিবদ্ধ করা হয়েছে। এর মধ্যে চলতি বছরের ৮ জানুয়ারি পর্যন্ত ৭২১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।