আগরতলা, ১২ জানুয়ারি : স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আগরতলা টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর উদ্যোগে আজ এক যুব যাত্রা অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল এইডস কন্ট্রোল সংস্থার সহযোগিতায় আজকের এই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন কলেজের প্রিন্সিপাল।
প্রসঙ্গত আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে দেশব্যাপী যুব দিবস উদযাপন করা হচ্ছে। এরই অঙ্গ হিসেবে ত্রিপুরার আগরতলা টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এক যুব যাত্রার আয়োজন করেছে।
এদিন আগরতলায় উমাকান্ত ময়দান থেকে স্বামী বিবেকানন্দ মাঠ অবধি এক সাইকেল রেলি করা হয়েছে। এই রেলির শুভ সূচনা করেন টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলা শাখার প্রিন্সিপাল।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রিন্সিপাল জানিয়েছেন, ন্যাশনাল এইডস কন্ট্রোল সংস্থার সহযোগিতায় আজকের এই সাইকেল রেলির আয়োজন করা হয়েছে। এই রেলিকে আজ বিবেক যাত্রা নামে পরিচালনা করা হচ্ছে।
তিনি আরো বলেন, বর্তমান যুবকদের সমাজের দায়িত্বগুলির প্রতি উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে আজকের এই বিবেক যাত্রার আয়োজন করা হয়েছে।