আগরতলা, ১২ জানুয়ারি : বিবেকনগর স্থিত রামকৃষ্ণ মিশনের উদ্যোগে শিশু উদ্যানের বিবেক উদ্যানে যথাযথ মর্যাদায় স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করা হয়েছে।
এদিনের আয়োজন বিবেকজ্যোতি প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। পরবর্তীতে মেয়র সহ রামকৃষ্ণ মিশন বিবেকনগরের সেক্রেটারি স্বামী শুভকারানন্দ মহারাজ প্রাক্তন বিচারপতি স্বপন দাস সহ অন্যান্যরা বিবেকানন্দের মর্মর মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।
প্রসঙ্গত, আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন। তাঁর জন্মদিন কে স্মরণ রেখে প্রতিবছর ১২ই জানুয়ারি পালিত হয় যুব দিবস। বিবেকানন্দের আদর্শকে সম্মান জানাতে এবং দেশের তথা সমাজের তরুণদের তাঁর পদাঙ্ক অনুসরণ করতে উত্সাহিত করার উদ্দেশ্যে প্রতিবছর দেশব্যাপী জাতীয় যুব দিবস পালন করা হয়। সারা দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্যেও এই বিশেষ দিনটি যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে।
এদিকে, বিবেকনগর স্থিত রামকৃষ্ণ মিশনের উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মদিন উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি স্বামীজির জীবনের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করেন।
এদিকে, আজ জাতীয় যুব দিবস উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাজ্যের বিভিন্ন ক্রীড়াবিদদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ও জিমনাসিয়াম দীপা কর্মকার সহ দপ্তরের আধিকারিকগন।
এদিকে, যুব দিবস উপলক্ষে সূর্যমনিনগর যুব মোর্চা ও মন্ডলের উদ্যোগে আজ ট্যাবলু সহকারে এক সুবিশাল বাইক রেলি অনুষ্ঠিত হয়েছে। এই রেলি আনন্দনগর স্কুল মাঠ থেকে চৌমুহনী বাজার পর্যন্ত সংগঠিত হয়। এই রেলির সূচনা করেন বিধানসভার উপাধ্যক্ষ তথা বিধায়ক রামপ্রসাদ পাল। এছাড়াও উপস্থিত ছিলেন যুব মোর্চার সভাপতি সায়ন দাস মন্ডল সভাপতি মান্তু দেবনাথ সহ অন্যান্যরা।
এদিকে, কৃষ্ণনগরস্থিত ৭-রামনগর মন্ডলে “বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী” ও “জাতীয় যুব দিবস” উদযাপন করা হয়েছে। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ ৭-রামনগর মন্ডল সম্মানিত সভাপতি অমিতাভ ভট্টাচার্য ও কার্যকর্তাগন।
এদিকে, সাব্রুম রামকৃষ্ণ আশ্রম সোসাইটির উদ্যোগে স্বামী বিবেকানন্দ’র জন্মদিন পালিত হয়েছে। এদিন সকালে স্বামী বিবেকানন্দ’র প্রতিকৃতি নিয়ে প্রভাতফেরির আয়োজন করা হয়েছে।
এদিকে, ধলেশ্বর স্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের পক্ষ থেকে ৪১ তম জাতীয় যুব দিবসের আয়োজন করা হয়। এই দিনকে ঘিরে শহরে এক বর্ণাঢ্য রেলি পরিচালনা করা হয়।
এদিকে, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষ্যে আজ ফটিকরায় নজরুল কলাক্ষেত্রে ভারতীয় জনতা যুব মোর্চা ফটিকরায় মন্ডলের উদ্যোগে স্বামীজীর ১৬৩ তম জন্ম জয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মন্ত্রী সুধাংশু দাস সহ দলীয় নেতা ও সমর্থকরা।
কুমারঘাট তথ্য ও সংস্কৃতি দপ্তর, কুমারঘাট পুর পরিষদ ও শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম এর যৌথ উদ্যোগে আজ যুব সমাজের অনুপ্রেরণার উৎস স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী পালিত হয়েছে। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক ভগবান দাস সহ দলীয় কর্মকর্তারা।