যুবসমাজ যদি সক্ষম হয়, একবিংশ শতাব্দী হবে ভারতের : মোহন যাদব

ভোপাল, ১২ জানুয়ারি (হি.স.): স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব। তিনি জোর দিয়ে বলেছেন, যুবসমাজ যদি সক্ষম হয়, একবিংশ শতাব্দী হবে ভারতের। স্বামী বিবেকানন্দের ৬৩-তম জন্মবার্ষিকীতে গণ সূর্য নমস্কার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেছেন, “আমি খুশি যে, আমাদের সরকার আজ থেকে যুব শক্তি মিশন শুরু করেছে। এর নেপথ্যে চিন্তাভাবনা হল, যদি যুবকরা সক্ষম এবং ভালো শিক্ষিত হয়, তাহলে অবশ্যই স্বামী বিবেকানন্দের ভাবনা মতো একবিংশ শতাব্দী ভারতের হবে।”

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহন যাদব বলেছেন, “আমি আনন্দিত যে আমরা যোগ দিবসে প্রাণায়াম এবং সূর্য নমস্কার করে স্বামী বিবেকানন্দকে স্মরণ করেছি। ১০০ শতাংশ নম্বর নিয়ে শুধুমাত্র দশম এবং দ্বাদশ শ্রেণী পাস করলেই হবে না, প্রতিটি যুবককে তার এলাকায় আত্ম-কর্মসংস্থানও করতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *