আগরতলা, ১২ জানুয়ারি : রাজ্যস্তরীয় সংবিধান রক্ষক সম্মেলন “মেরি জান- মেরা সংবিধান” কর্মসূচি রাজ্যে বৃহত্তর আকারে পালন করবে কংগ্রেসের এসটি,এসসি,ওবিসি ও সংখ্যালঘু সেল। এই কর্মসূচি পালনের প্রস্তুতি নিতে আজ প্রদেশ কংগ্রেস ভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এআইসিসি ওবিসি ডিপার্টমেন্টের জাতীয় কো-অর্ডিনেটর সুব্রত বোরার উপস্থিতিতে আজ প্রদেশ কংগ্রেস ভবনে সংবিধান রক্ষক সম্মেলনের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে এআইসিসি ওবিসি ডিপার্টমেন্টের জাতীয় কো-অর্ডিনেটর সুব্রত বোরা বলেন, দেশের সংবিধান রক্ষা করার উদ্দেশ্যে এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে। ত্রিপুরা বৃহত্তর আকারে এই সম্মেলনের আয়োজন করার উদ্দেশ্যে আজকের এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।