পিটিয়ে স্ত্রীর হাত ভেঙে দেন আইএএস স্বামী

আগরতলা, ১২ জানুয়ারি : বিলোনিয়ার অতিরিক্ত জেলাশাসকের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে আগরতলায় রাজ্য মহিলা কমিশনের দ্বারস্থ হলেন তাঁর স্ত্রী। আজ সাংবাদিক সম্মেলন করে অভিযোগগুলো সকলের সামনে তুলে ধরেন তিনি।

প্রসঙ্গত, আজ আগরতলার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে আইএএস স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেন স্ত্রী। তিনি পেশায় ডাক্তার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের প্রতি একরাশ ক্ষোভ উগরে দেন তিনি।

তিনি জানিয়েছেন, ২০২২ সালে তাদের বিয়ে হয়েছিল। বিয়ের পর মাত্র ৩ মাস একসাথে ছিলেন তারা। তারপর থেকে তাদের মধ্যে অশান্তি শুরু হয়। তাঁর শ্বশুরবাড়ি থেকে বিয়ের আগেও বিভিন্ন কিছু দেওয়ার দাবি করা হয়েছিল। বিয়ের পরেও সময়ের সাথে সাথে পণ হিসেবে বিভিন্ন জিনিস দাবি করার মাত্রা বাড়তে থাকে। এই বিষয়ে তাঁর সাথে স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন অনেক খারাপ ব্যবহার করেছিল বলেও জানিয়েছেন তিনি।

তিনি আরো বলেন, সম্প্রতি আইএএস স্বামী পিটিয়ে স্ত্রীর হাত ভেঙে দেন। কিন্তু আইএএস অফিসারের নাম শুনে বিলোনিয়া থানার পুলিশ মামলা নিতে রাজি হয়নি। তাই ভাঙ্গা হাত নিয়ে বিলোনিয়ার অতিরিক্ত জেলাশাসকের স্ত্রী বিচারের আশায় আগরতলায় রাজ্য মহিলা কমিশনে হাজির হন।

মহিলা কমিশনে স্বামীর বিরুদ্ধে নালিশ জানিয়েছেন তিনি, পাশাপাশি সাংবাদিকদের মাধ্যমে সকলের সামনে ঘটনাটি তুলে ধরেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *