উত্তর-পূর্বাঞ্চল ভিত্তিক বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জনকারীদের সংবর্ধনা

ধর্মনগর, ১২ জানুয়ারি : উত্তর-পূর্বাঞ্চল ভিত্তিক বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জনকারী ছাত্রদের শনিবার ধর্মনগর রেলস্টেশনে সংবর্ধনা জানানোর আয়োজন করা হয়।

প্রসঙ্গত, সম্প্রতি ধর্মনগরে জেলাভিত্তিক বিজ্ঞান মেলায় অনুষ্ঠিত হয়েছিল। এই বিজ্ঞান মেলায় প্রথম স্থান অধিকার করার পর রাজ্যভিত্তিক বিজ্ঞান মেলায় কৃতিত্ব প্রদর্শন করে পরবর্তীতে গৌহাটিতে অনুষ্ঠিত উত্তর-পূর্বাঞ্চল ভিত্তিক বিজ্ঞান মেলায় ধর্মনগর মহকুমার নয়াপাড়া ইংরেজি মাধ্যম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং গোল্ডেন ভ্যালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্ররা অংশ নিয়ে যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেছে।

গত ১০ জানুয়ারি গৌহাটিতে চার দিনব্যাপী অনুষ্ঠিত এই বিজ্ঞান মেলার ফলাফল প্রকাশিত হয়। বিজয়ী ছাত্ররা শনিবারে বিমানযোগে গৌহাটি থেকে আগরতলা পৌঁছানোর পর রেলপথে রাতে ধর্মনগরে পৌঁছায়। রেল স্টেশনে তাদের সংবর্ধনা জানাতে উপস্থিত ছিলেন নয়াপাড়া ইংরেজি মাধ্যম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং গোল্ডেন ভ্যালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষগণ।

বিজয়ীদের চন্দনের ফোঁটা ও ফুলের তোড়া দিয়ে ছাত্রদের স্বাগত জানানো হয়, যা মুহূর্তটিকে আনন্দ ও গৌরবে ভরিয়ে তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *