নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১২ জানুয়ারি:
প্রাণিসম্পদ বিকাশ দফতরের উদ্যোগে রবিবার ২৯কৃষ্ণপুর বিধানসভার মাইগঙ্গা কমিউনিটি হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বেনিফিসারীদের হাতে হাঁস-মুরগি ও গরু তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা।
প্রাণিসম্পদ বিকাশ দফতরের উদ্যোগে রবিবার ২৯ কৃষ্ণপুর বিধানসভার মাইগঙ্গা কমিউনিটি হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বেনি ফিসারীদের হাতে হাঁস-মুরগি ও গরু তুলে দিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন দীপা দেব, খোয়াই জেলা পরিষদের সদস্য রঞ্জিত সরকার, বিশিষ্ট সমাজসেবক বিজন কর, প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সহ অন্যান্যরা।
তেলিয়ামুড়া ব্লকের উত্তর কৃষ্ণপুর,মধ্য কৃষ্ণপুর,দক্ষিণ কৃষ্ণপুর, মাইগঙ্গা সহ মোট ছয়টি পঞ্চায়েতের ১৮০ জন সুবিধাভোগীদের মধ্যে এদিন হাঁস-মুরগির ছানা বিতরণ করা হয় । পাশাপাশি সুবিধাভোগীদের মধ্যে প্রদান করা হয় হাঁস মুরগি ছানাদের জন্য প্রয়োজনীয় খাবার। এই অনুষ্ঠানের মাধ্যমে বেটি বাছুর প্রকল্পে দুজন গৃহস্থদের মধ্যে ৪৮০০ টাকা করে চেক তুলে দেওয়া হয়।
এদিন আলোচনা করতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, বর্তমান কেন্দ্রীয় ও রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন পঞ্চায়েত এলাকার উন্নয়নের জন্য কর্মসূচি হাতে নিয়েছে। মহিলাদের আত্মনির্ভর হওয়ার জন্য গুরুত্ব আরোপ করেছে বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকার। তিনি উল্লেখ করে বলেন, বাড়ির পুরুষদের পাশাপাশি মহিলাদের ও আত্মনির্ভর হতে হবে।