কলকাতা, ১২ জানুয়ারি (হি.স.): বাংলাদেশে হিন্দু তথা সনাতনীদের ওপর অত্যাচার অব্যাহত, ফের বাংলাদেশে মন্দিরে চুরি। বাংলাদেশের লালমণিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় ভবতারিণী কালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। সোনা-রুপোর গয়না, পিতলের কালী ও শিবের মূর্তি সমেত ৪ লক্ষেরও বেশি টাকার সামগ্রী লুঠ হয়েছে। রবিবার গভীর রাতে মন্দিরের দু’টি গেটের তালা ভেঙে ঢোকে দুষ্কৃতীরা। ১৫০ বছরের প্রাচীন মন্দিরে এই ধরনের ঘটনা এই প্রথম বলে জানিয়েছেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক অরুণচন্দ্র দাস।
2025-01-12