নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি:
রবিবার পশ্চিম ত্রিপুরা জেলা অখণ্ড সংঘের উদ্যোগে অযাচক আশ্রমে এক মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদান শিবিরে ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে রক্ত সংকট দূর করতে এগিয়ে এলো ধর্মীয় সংগঠন। রবিবার পশ্চিম ত্রিপুরা জেলা অখণ্ড সংঘের উদ্যোগে অযাচক আশ্রমে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন শিবিরে শতাধিক ধর্মপ্রাণ মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। অযাজক আশ্রমে রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ এবং আশ্রমের কর্মকর্তারা।
এদিন রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ বলেন, রক্তদানের মত মহতি কাজে ধর্মপ্রাণ মানুষ হিসেবে এগিয়ে এসেছে তাতে সমাজের অন্যান্য অংশের মানুষ দারুণভাবে অনুপ্রাণিত হবেন। তিনি বলেন, রক্তদান হলো সবচেয়ে বড় ধর্ম। রক্তদানের সকল অংশের মানুষকে দ্বিধা দ্বন্দ্ব ভুলে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।