নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১২ জানুয়ারি:
চড়িলাম সৎসঙ্গ কেন্দ্রে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে প্রত্যেক বছরের মতো এ বছরও রবিবার ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ ১৩৭ তম জন্ম মহামহোৎসব পালন করা হয়। শনিবার শুভ অধিবাস যাত্রা এবং গঙ্গানায়ন এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করা হয়। রবিবার সৎসঙ্গ কেন্দ্রে ধর্মসভা, আনন্দবাজার আয়োজন করা হয়।
রবিবার বিকেলে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। চড়িলাম সৎসঙ্গ বিহারে আয়োজিত উৎসবকে কেন্দ্র করে রাজ্য এবং বহি: রাজ্য থেকে ধর্মপ্রাণ সকলেই সমবেত হয়ে উক্তি অনুষ্ঠানকে মুখরিত করে তোলেন পাশাপাশি এই উৎসবকে কেন্দ্র করে রাজ্যে বহিঃরাজ্যের বিক্রেতারা তাদের বিভিন্ন ব্যবসার সামগ্রী নিয়ে ব্যবসার পসরা সাজিয়ে বসেন।