ধর্মনগর বিএমএস কার্যালয় চত্বরে অস্থিরতা, পুলিশের চেষ্টা নিয়ন্ত্রণে পরিস্থিতি

ধর্মনগর, ১১ জানুয়ারি : বিএমএস কার্যালয় চত্বরে শনিবার দুপুরে ভারতীয় ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের (BTMS) উত্তর জেলা কনভেনার অনুপ রুদ্র পাল এবং মহকুমা কনভেনার বিরেশ নাথের নেতৃত্বে একটি কর্মশালার আয়োজনের সময় এক অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়। মূলত অভিযোগ ও পাল্টা অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সংঘর্ষের পরিবেশ সৃষ্টি হয়েছে বলে একাংশের ধারণা।

ঘটনা সম্পর্কে অনুপ রুদ্র পাল জানিয়েছেন, আজকের এই কর্মশালার উদ্দেশ্যে বিএমএস কার্যালয়ে উপস্থিত হয়ে তারা কার্যালয়ের ভিতরে ৪-৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে দেখতে পান। তাদের পরিচয় জানতে চাইলে তারা কর্যালয়টিকে তাদের অফিস বলে দাবি করেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ধর্মনগর থানার অফিসার ইনচার্জ স্মৃতিকান্ত বর্ধন।

অনুপ রুদ্র পাল অভিযোগ করেন, এসব ব্যক্তি শান্তি-শৃঙ্খলা নষ্টের উদ্দেশ্যে ওই কার্যালয়ে এসেছে। কিন্তু ঘটনাস্থলে পুলিশ এই বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি।

এদিকে, উত্তর জেলা বিজেপির যুব মোর্চার সম্পাদক রাজদীপ নাগ অভিযোগ করেন, সম্প্রতি কিছু সিপিএম-কংগ্রেস সমর্থক বিএমএসের পতাকা ব্যবহার করে বিভিন্ন শাখা দখলের চেষ্টা চালাচ্ছে।

অনুপ রুদ্র পাল এই ঘটনার পরিপ্রেক্ষিতে আরও বলেন, কার্যালয়ের ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের সাথে ভারতীয় ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের ঝামেলা সৃষ্টি হয়েছিল। সংগঠনের সদস্য ও ওয়েলটেংকার গাড়ির চালক পম্পু নাথের উপর হামলা চালিয়ে তার ডান হাত ভেঙে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এদিকে এই ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মীরা বিএমএস কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করে দেন এবং রাস্তা অবরোধ করেন। টিএসআর এবং সিআরপিএফ সহ পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের প্রচেষ্টায় রাস্তা অবরোধ মুক্ত হয়।

অনুপ রুদ্র পাল বলেন, দোষীদের গ্রেপ্তার না করা পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন। এর ফলে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি এখনো থমথমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *