আগরতলা, ১১ জানুয়ারি : স্বামী বিবেকাননন্দের জন্ম জয়ন্তী তথা বিশ্ব যুব দিবস উপলক্ষে আজ আগরতলা হরিগঙ্গা বসাক রোড স্থিত স্বস্তি বাজারে স্বস্তি বাজারমার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগ মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা ৭ রামনগরের বিধায়ক দীপক মজুমদার, রাজ্যসভার সাংসদ রাজিব ভট্টাচার্য, কর্পোরেটর রত্না দত্ত সহ স্বস্তি বাজার মার্চেন্ট এসোসিয়েশনের অন্যান্য সদস্যরা।
এদিনের আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত হয়ে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, সাংসদ রাজিব ভট্টাচার্য, কর্পোরেটর রত্না দত্ত সহ স্বস্তি বাজার মার্চেন্ট এসোসিয়েশনের অন্যান্য সদস্যরা রক্তদাতাদের সাথে কথা বলেন এবং তাদের এ নিয়ে উৎসাহিত করেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, রাজ্যের বিভিন্ন অংশে উৎসবের মেজাজে রক্তদান শিবির পালিত হচ্ছে। এই ধরনের আয়োজন এক নজির বিহীন বিষয় যা খুবই প্রশংসনীয়। পাশাপাশি উদ্যোক্তা সহ রক্তদাতাদের আজকের এই শিবিরের আয়োজন করার জন্য ধন্যবাদ জানান তিনি।