বন্যায় ক্ষতিগ্রস্তদের নিয়ে ছিনিমিনি খেলছে রাজ্য সরকার : পবিত্র কর

আগরতলা, ১১ জানুয়ারি: বন্যায় ক্ষতিগ্রস্তদের নিয়ে ছিনিমিনি খেলছে রাজ্য সরকার। এরই বিরুদ্ধে আগামী ফেব্রুয়ারি মাসে সারা ভারত কৃষক সভার তরফ থেকে বৃহত্তর আন্দোলনে সামিল হতে যাচ্ছে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর। 

এদিন তিনি বলেন, ভয়াবহ বন্যায় ত্রিপুরায় কৃষি সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।ধান, শাক সবজি সব কিছু নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত সরকারি সাহায্য প্রায় পঞ্চাশ শতাংশ মানুষ পাননি। তাঁর কথায়, সারা ভারত কৃষক সভার তরফ থেকে প্রধানমন্ত্রীর নিকট বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য চিঠি দেওয়া হয়েছিল। ওই চিঠির জবাবে কেন্দ্রীয় সরকার জানিয়ে এনডিআরএফ এবং রাজ্য সরকারের তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য করা হবে। ওই সমস্ত তহবিল ছাড়া কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো আর্থিক সাহায্য করা হবে না। আশ্চর্যের বিষয়, গতকাল বিধানসভায় মুখ্যমন্ত্রী তথ্য দিয়েছেন এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ৭ হাজার কোটি টাকার সাহায্য পেয়েছে। তাই সারা ভারত কৃষক সভার তরফ থেকে মুখ্যমন্ত্রীর নিকট দাবি জানামো হচ্ছে কোন কোন খাতে অর্থ বরাদ্দ করা হয়েছে তা জানানো হোক। 

এদিন তিনি বলেন, মুখ্যমন্ত্রী বলেন অবিলম্বে ত্রাণ পুনরুদ্ধার এবং পুনর্গঠনের জন্য রাজ্য সরকার ৫৬৪ কোটি টাকার একটি বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে। কিন্তু ওই টাকা এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছূয় নি। তাই সারা ভারত কৃষক সভার তরফ থেকে আগামী ১০ দিনের মধ্যে ৮ টি জেলার ডিএম নিকট ডেপুটেশন তুলে দেওয়া হবে। 

এদিন তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকার কৃষি আইন বাতিল করার পরও ঘুরিয়ে আরেকটি পলিসি নিয়ে এসেছে। এর বিরোধীতা করছে সারা ভারত কৃষক সভা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *