সুকমা, ১১ ডিসেম্বর (হি.স.): ছত্তিশগড়ের সুকমায় অস্ত্র ছেড়ে সমাজের মূলস্রোতে ফিরে আসার সিদ্ধান্ত নিল ৯ কুখ্যাত মাওবাদী। এই ৯ জন মাওবাদীর মধ্যে দুই মহিলা মাওবাদীও রয়েছে। ছত্তিশগড় পুলিশের শীর্ষ অধিকারিকদের উপস্থিতিতে অস্ত্র ছেড়ে সমাজের মূলস্রোতে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে এই ৯ জন মাওবাদী।
দুই মহিলা-সহ ৯ জন মাওবাদী পুলিশ সুপার কিরণ চাভনের কাছে আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণ করা দুই মাওবাদীর মাথার দাম ছিল ৮ লক্ষ টাকা এবং ৪ নকশালের মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা। আত্মসমর্পণের পর মাওবাদীদের হাতে ৪৩ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি তাঁদের খাবারও খাওয়ানো হয়।