তৃতীয়বারের তলবে সাড়া দিতে রাজি অর্জুন–পুত্র পবন 

উত্তর ২৪ পরগনা, ১১ জানুয়ারি (হি.স.): দু’বার এড়িয়ে তৃতীয়বারের তলবে সাড়া দিতে রাজি অর্জুন–পুত্র তথা ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং। রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি-র তলব পেয়ে সোমবার তদন্তকারীদের মুখোমুখি হবেন বলে জানিয়েছেন তিনি।

শনিবার সাংবাদিকদের তিনি জানান, ১০ তারিখের পর সিআইডি-র দফতরে যেতে পারবেন বলে জানিয়েছিলেন। সেইমতো ১৩ তারিখ তিনি তদন্তে সহযোগিতা করতে পৌঁছে যাবেন দফতরে।

ভাটপাড়া পৌরসভার টেন্ডার দুর্নীতি নিয়ে তদন্ত করছে রাজ্য তদন্তকারী সংস্থা সিআইডি। তাতেই একাধিকবার তলব করা হয়েছে পবন সিংকে। তিনি ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন টেন্ডার দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ। অভিযোগ, টেন্ডার পাওয়া ওই সংস্থার অন্যতম কর্ণধার ছিলেন পবন সিং। সেই কারণে পবনকে তলব এবং জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা।

এর আগে বুধবার এবং শুক্রবার সিআইডি-র নোটিস উপেক্ষা করেছিলেন অর্জুন–পুত্র। তদন্তকারী সংস্থাকে জানিয়েছিলেন, ১০ তারিখ পর্যন্ত তিনি ব্যস্ত থাকবেন। তারপর যেতে পারবেন। তাই পরপর দুবার হাজিরা এড়ানোর পর ফের তাঁকে নোটিস পাঠানো হয়। তা গ্রহণ করে বিজেপি বিধায়ক জানান, আগামী ১৩ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় সিআইডি দফতরে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *