আগরতলা, ১১ জানুয়ারি: আজ শান্তিরবাজার ব্লক কংগ্রেসের উদ্যোগে ৩৪জন আদিবাসী জাতিগোষ্ঠীর ভোটার জাতীয় কংগ্রেস দলে যোগদান করেন।
এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মণ, প্রাক্তন মন্ত্রী মনিন্দ্র রিয়াং, জেলা সভাপতি মৃদুল পাটারি, প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক মিলন কর, ব্লক কংগ্রেস সভাপতি মৃত্যুঞ্জয় রিয়াং ও জিলিম রিয়াং সহ অন্যান্যরা।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, তিপরা মথা ও অন্যান্য দল ত্যাগ করে ৩৪ জন আদিবাসী জাতিগোষ্ঠীর ভোটার জাতীয় কংগ্রেস দলে যোগদান করেন। তাঁরা প্রত্যেকের কংগ্রেসের মতার্দশের উপর বিশ্বাসী।