বিজাপুর, ১১ জানুয়ারি (হি.স.): ছত্তিশগড়ে ফের নকশালদদের নাশকতা! ফের ছত্তিশগড়ের বিজাপুর জেলায় আইইডি বিস্ফোরণ, শনিবারের আইইডি বিস্ফোরণে আহত হয়েছেন একজন জওয়ান। শনিবার সকালে পুলিশ জানিয়েছে, সিআরপিএফ-এর ১৯৬ নম্বর ব্যাটালিয়ন মহাদেব ঘাট থেকে সিআরপিএফ-এর একটি জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়েছিল। অভিযান চলাকালীন নকশালদের পুঁতে রাখা আইইডি ফেটে বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে একজন জওয়ান আহত হয়েছেন। আহত জওয়ানকে চিকিৎসার জন্য বিজাপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
2025-01-11