প্রয়াগরাজ, ১১ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা শুরু হওয়ার আগে, শনিবার প্রয়াগরাজ এসে পৌঁছলেন মহামণ্ডলেশ্বর অবধূত বাবা ওরফে ‘পরিবেশ বাবা’। প্রয়াগরাজে পৌঁছেও জোর দিলেন পরিবেশ রক্ষায়। মহামণ্ডলেশ্বর অবধূত বাবা ওরফে ‘পরিবেশ বাবা’ বলেছেন, “প্রায় ৩০টি দেশে আমার ভক্তরা আমাদের দেশে এক কোটিরও বেশি গাছ লাগানোর সংকল্প করেছেন।”
পরিবেশ বাবা আরও বলেছেন, “২০১৬ সালে বৈষ্ণোদেবী থেকে কন্যাকুমারী পর্যন্ত একটি পদযাত্রার সময়, আমরা প্রায় ২৭টি রাজ্যে গাছ লাগিয়েছিলাম। এরপরে ভক্তরা আমাকে পরিবেশ বাবা বলা শুরু করেন। আমি ২০১০ সাল থেকে এটি নিয়ে কাজ করছি। সনাতন ধর্ম শেখায়, প্রত্যেককে ২টি গাছ লাগাতে হবে, যার মধ্যে ১টি আমাদের শেষকৃত্যের জন্য এবং ১টি পিপল গাছ অক্সিজেনের জন্য প্রয়োজন।”