কল্যাণপুর, ১১ জানুয়ারি : পুকুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় কল্যাণপুর থানাধীন বাগানবাজার হাই স্কুল সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা সে সম্পর্কে পুলিশ এখনও নিশ্চিত হতে পারে নি।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, গত চার দিন আগে বাড়িতে কাউকে কিছু না বলে বেরিয়ে গিয়েছিল নীতিশ দুবে ( ২৬)। আজ সকালেকল্যাণপুর থানাধীন বাগানবাজার হাই স্কুল সংলগ্ন এলাকাী স্থানূয় মানুষ একটি পুকুরে মৃতদেহ ভাসতে দেখেন। সাথে সাথে তাঁরা কল্যাণপুর থানায় খবর দিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে ওসি তাপস মালাকার এবং সাব ইন্সপেক্টর অঞ্জন দেববর্মা। ল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
এদিকে পুলিশ জানিয়েছে, ওই যুবক প্রায় সময়ই কাউকে না বলে বাড়ী থেকে বেরিয়ে যেত। গত চার পাঁচ দিন ধরেও সে বাড়িতে ছিল না। যদিও তার বাড়ীর তরফে পুলিশের কাছে কোন নিখোঁজ ডায়েরি করা হয়নি।