উমরাংসো (অসম), ১১ জানুয়ারি (হি.স.) : উমরাংসোর তিন কিলো কালামাটির প্লাবিত ‘১৯ নম্বর আসাম কয়লা কোয়ারি’ থেকে আজ শনিবার তৃতীয় শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়েছে। বাকি ছয়জনের উদ্ধারে চলছে অভিযান। তবে উদ্ধারকৃত মৃতদেহের পরিচয় এ খবর লেখা পর্যন্ত শনাক্ত করা যায়নি।
এর আগে আজ সকাল প্ৰায় ৭.৩৬ মিনিট নাগাদ ভারতীয় সেনা এবং এনডিআরএফ-এর ১ নম্বর ব্যাটালিয়নের ডুবুরিরা স্থানীয় বাসিন্দা ২৭ বছরের লিগেন মগরের মৃতদেহ উদ্ধার করেছিলেন।