বিশালগড়, ১১ জানুয়ারি : আজ বিশালগড়ের রাস্তারমাথা এলাকায় বাইকের ধাক্কায় আহত হন এক বৃদ্ধ পথচারী। এই দুর্ঘটনায় আহত হয়েছেন বাইক চালকও। বর্তমানে উভয়েই হাঁপানিয়া হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার বিবরণে জানা গেছে, বৃদ্ধ পথচারী ধীরেন্দ্র দেবনাথ (৯০) স্থানীয় এলাকার কীর্তন থেকে আদর্শ কলোনীস্থিত নিজের বাড়িতে যাচ্ছিলেন। তখন এক বাইক এসে বৃদ্ধকে ধাক্কা দেয়৷ চালকের নাম ইয়াগা দেব্বর্মা। এই সংঘর্ষের সঙ্গে সঙ্গেই বাইক চালক সহ ও বৃদ্ধ পথচারী মাটিতে লুটিয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এই দুর্ঘটনায় দু’জনই গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনাস্থলে উপস্থিত জনগণ ফায়ার সার্ভিসকে খবর পাঠালে কর্মীরা এসে আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু আহতদের অবস্থা গুরুতর দেখে তাদের দু’জনকেই হাঁপানিয়া হাসপাতালে স্থানান্তর করা হয়।