প্রয়াগরাজে মহাকুম্ভের প্রস্তুতি শেষ পর্যায়ে, ১০০টি বাসের সূচনা করলেন মুখ্যমন্ত্রী যোগী

প্রয়াগরাজ, ১০ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভের সমস্ত প্রস্তুতি শেষ পর্যায়ে। বলাবাহুল্য, প্রায় সমস্ত প্রস্তুতিই সম্পন্ন। মহাকুম্ভে আগত তীর্থযাত্রীদের যাতে কোনওরকম সমস্যা না হয় সেজন্য সমস্ত ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করছে যোগী আদিত্যনাথ–সরকার। শুক্রবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পর্যটন দফতরের ১০০টি বাসের সূচনা করেন। এই ১০০টি বাসের সূচনার ফলে পুণ্যার্থীদের যথেষ্ট উপকার হবে, তা বলাবাহুল্য। উল্লেখ্য, আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে কুম্ভমেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *