আগরতলা, ১০ জানুয়ারি : ইট সলিং রাস্তার দাবিতে সরব হলেন টাকারজলা বিধানসভার ছয়গড়িয়া ভিলেজ কমিটির থেলাকুং বীর বাহাদুর পাড়া এলাকার গ্রামবাসীরা। ইটসলিং রাস্তার দাবি তুললেন গ্রামের শতশত জনজাতি। ঘটনাটি শুক্রবার সকালে টাকারজলা বিধানসভার ছয়গড়িয়া ভিলেজ কমিটির থেলাকুংবীর বাহাদুরপাড়া এলাকায়। এই এলাকার গুরুত্বপূর্ণ রাস্তাটিতে এখনো বসেনি ইট। এমনই অভিযোগ। এই রাস্তা দিয়ে হাঁটাচলা করতে গিয়ে ছাত্র-ছাত্রী, কৃষক থেকে শুরু করে ব্যবসায়ী, প্রত্যেককে দুর্ভোগ পোহাতে হয়। বহুবার গ্রামের জনজাতিরা ভিলেজ প্রশাসন এবং জম্পুইজলা ব্লক প্রশাসনের কাছে আবেদন জানিয়েছিল যাতে করে তাদের পাড়ার রাস্তাটিতে ইট বসানো হয়।
দীর্ঘদিন ধরে এলাকাবাসীর দাবিকে মান্যতা না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে গ্রামের জনজাতিরা শুক্রবার দিন সকালে একত্রিত হয়ে সংবাদ মাধ্যমের সামনে ব্রিক সলিং রাস্তার দাবি তুললেন। এলাকার বিধায়ক ও নাকি এই রাস্তাটির ব্যাপারে সম্পূর্ণ উদাসীন এমনটাই অভিযোগ গ্রামের মানুষের।