ধর্মনগর, ১০ জানুয়ারি : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে আকস্মিকভাবে মৃত্যু হয়েছে এক ফেরিওয়ালার। তার বাড়ি পশ্চিমবঙ্গের দুর্গাপুরে। দীর্ঘ ১৫ বছর যাবত ধর্মনগর এলাকায় থেকে পশ্চিমবঙ্গের বাসিন্দা রতন দাস উনি উত্তর জেলার ধর্মনগর মহকুমার বিভিন্ন এলাকায় কাপড় ফেরি করে নিজের এবং পরিবারের রুজি রুটি চালিয়ে যাচ্ছিলেন। তবে রতন দাসের আর্থিক অবস্থা তেমন সচ্ছল ছিল না। এমন অবস্থায় গতকাল রাতে উনি উনার শারীরিক অসুস্থতা বোধ করেন। সেই অসুস্থতার কারণ বুঝতে পারেন রতন দাসের সঙ্গে থাকা সহকর্মীরা। সঙ্গে সঙ্গে এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী শিপন চৌধুরী সহ এলাকার বিশিষ্টজনদের খবর দেন রতন দাসের সহকর্মীরা।
সেই ঘটনার খবর পেয়ে শিপন চৌধুরীর সহ এলাকার বিশিষ্টজনরা রতন দাসকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসা চলাকালীন সময়ে মৃত্যুবরণ করেন কাপড় ফেরিওয়ালা রতন। রতন দাসের মৃত্যুর খবর রতন দাস এর পরিবারের কাছে পৌঁছান উনার সঙ্গে থাকা সহকর্মী সহ স্থানীয় বিশিষ্ট জনেরা। রতন দাস এর পরিবার রতন দাসের মৃত্যুর খবর পাওয়ার পর এক দিকে যখন কান্নায় ভেঙ্গে পড়েন অন্যদিকে রতনের পরিবার এবং রতনের দুটি ছোট্ট বাচ্চা দুর্গাপুর এলাকার শিপন চৌধুরীকে ফোন মারফত জানায় যে বাবার মৃতদেহ যেন উনারা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় রতন দাসের বাড়িতে পাঠানো হয়। শেষ দেখা দেখতে চায় রতনের পরিবার। সেই খবর পাওয়া মাত্র শিপন চৌধুরী এলাকার বিশিষ্টজনদের সাথে কথা বলে প্রত্যেকের কাছ থেকে সাহায্য নিয়ে অর্ধ লক্ষ টাকা করে শিলচর থেকে অ্যাম্বুলেন্স এনে ধর্মনগর থানার সাহায্য নিয়ে মৃত রতনের কফিনবন্দী মৃতদেহ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এলাকায় রতনের বাড়িতে পাঠায়।