বাজারিছড়া (অসম), ১০ জানুয়ারি (হি.স.) : মৃত ছেলের নামে ভারতীয় জীবন বিমা (এলআইসিআই) করে ১৯ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করার অভিযোগে প্রতারক বাবা এবং তার এক সহযোগীকে বাজারিছড়া থানার পুলিশ গ্রেফতার করেছে। চাঞ্চল্যকর এ ঘটনা সংগঠিত হয়েছে শ্রীভূমি জেলার অন্তর্গত বাজারিছড়া থানাধীন কটামণি এলাকায়।
ঘটনা সম্পর্কে বাজারিছড়া থানার ওসি নিলভজ্যোতি নাথ জানান, কটামণির রাধামাধবপুর গ্রামের বাসিন্দা জনৈক তাজ উদ্দিনের এক ছেলের মৃত্যু হয়েছিল গত ২০১৭ সালে। এর পর তার বাবা ছলনার আশ্রয় নিয়ে ২০২০ সালে মৃত ছেলেকে জীবিত বলে তার নামে এলআইসিআই-এর পলিসি করে নেন। এই পলিসি করতে প্রয়োজনীয় নথিপত্র হিসেবে জমা দিতে জাল গ্রাম পঞ্চায়েত (জিপি) সার্টিফিকেট প্রদানে সহায়তা করেন ইচাবিল জিপির তৎকালীন টেক্স কালেকক্টর শওকত হুসেন।
এদিকে জীবন বিমার দুটি প্রিমিয়াম জমা দিয়ে প্রতারক বাবা এলআইসিআই-এর কাছে সম্প্রতি মৃত ছেলের জীবন বিমা বাবদ ১৯ লক্ষ টাকা দাবি করে ডিমান্ড ড্রাফ্ট জমা দেন। তখন কোনও কারণে সন্দেহ হয় জীবন বিমা সংস্থার সংশ্লিষ্ট কর্মীদের।
পরে কিছু বিষয়ের যাচাই করে বিমা কর্তৃপক্ষ বাজারিছড়া থানায় দুই প্রতারকের বিরুদ্ধে এক এফআইআর দায়ের করে ঘটনার তদন্ত দাবি করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আর্জি জানান।
পুলিশও যথাসময়ে তদন্তে নেমে বুধবার দুই অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে থাকে। পুলিশি জেরায় ধৃতরা তাদের অপকর্মের কথা স্বীকার করে। পরের দিন বৃহস্পতিবার পুলিশ ধৃতদের প্রতারণা মামলায় অভিযুক্ত করে শ্রীভূমির সিজেএম আদালতে পেশ করে। আদালতের নির্দেশে উভয়কে জেল হাজতে পাঠানো হয়েছে। এই প্রতারণা মামলায় আরও কয়েকজন জড়িত বলে ইঙ্গিত দিয়েছেন পুলিশের তদন্তকারী আধিকারিক।