ধর্ষণ সংক্রান্ত ৪২৯টি মামলা এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে, বিচারাধীন মোট ৫০২৬৮টি মামলা, বিধানসভায় তথ্য

আগরতলা, ১০ জানুয়ারি : বর্তমানে ত্রিপুরার বিভিন্ন আদালতে ৫০২৬৮টি মামলা বিচারাধীন রয়েছে। উদ্বেগের বিষয়, ধর্ষণ সংক্রান্ত ৪২৯টি মামলা এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। আজ ত্রয়োদশ বিধানসভার শীতকালীন অধিবেশনে সিপিএম বিধায়ক নির্মল বিশ্বাসের তারকা চিহ্নবিহীন প্রশ্নের লিখিত জবাবে এমনটাই তথ্য দিয়েছেন আইনমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। 

আইনমন্ত্রী জানিয়েছেন, গত বছরের ৩১ অক্টোবর পর্যন্ত রাজ্যের আদালতগুলোতে মোট ৫০২৬৮টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে দেওয়ানি মামলা ১৩১০৮টি এবং ফৌজদারি মামলা ৩৭১৬০টি রয়েছে। ওই বিচারাধীন মামলাগুলোর মধ্যে উচ্চ আদালতে ৮০৯টি দেওয়ানি এবং ১৩৬টি ফৌজদারী মামলা রয়েছে। তেমনি, নিম্ম আদালতে ১২২৯৯টি দেওয়ানি এবং ৩৭০২৪টি ফৌজদারী মামলা বিচারাধন রয়েছে। 

কিন্তু উদ্বেগের বিষয় হল, গত বছরের ২৫ নভেম্বর পর্যন্ত রাজ্যে মোট ৪২৯টি ধর্ষণ সংক্রান্ত মামলা আদালতে বিচারধীন রয়েছে। এর মধ্যে উচ্চ আদালতে ২৮টি এবং নিম্ম আদালতে ৪০১টি মামলা এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে। ওই তথ্যে আরও প্রকাশ হয়েছে, গত তিন বছরে মাত্র ১৪৯টি ধর্ষণ সংক্রান্ত মামলার রায় ঘোষিত হয়েছে। যার মধ্যে উচ্চ আদালতে ১৪টি এবং নিম্ম আদালতে ১৩৫টি মামলার রায় ঘোষিত হয়েছে। তাছাড়া, ২০২১ সালে উচ্চ আদালতে ১৪ টি এবং নিম্ম আদালতে ৯১টি, মোট ১০৫টি মামলার রায় ঘোষিত হয়েছে। তেমনি, ২০২২ সালে উচ্চ আদালতে ১৪ টি এবং নিম্ম আদালতে ১৭২টি, মোট ১৮৬টি মামলার রায় ঘোষিত হয়েছে। সাথে, ২০২৩ সালে উচ্চ আদালতে ২২টি এবং নিম্ম আদালতে ২০৪টি, মোট ২২৬টি মামলার রায় ঘোষিত হয়েছে।

ওই তথ্যে আরও জানা গিয়েছে, ওই সমস্ত মামলায় ২৫ নভেম্বর পর্যন্ত ২৫ জন আসামীর সাজা হয়েছে। এর মধ্যে উচ্চ আদালতে ৬ জন এবং নিম্ম আদালতে ১৯ জন আসামীর সাজা হয়েছে। তাছাড়া, ২০২১ সালে উচ্চ আদালতে ৭ জন এবং নিম্ম আদালতে ১৩ জন, মোট ২০ জন আসামীর সাজা হয়েছে। তেমনি, ২০২২ সালে উচ্চ আদালতে ৭ জন এবং নিম্ম আদালতে ২০ জন, মোট ২৭ জন আসামীর সাজা হয়েছে। তেমনি, ২০২৩ সালে উচ্চ আদালতে ১৩ জন এবং নিম্ম আদালতে ৪০ জন, মোট ৫৩ জন আসামীর সাজা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *