আগরতলা, ৫ জানুয়ারি : জিবি হাসপাতাল থেকে নিখোঁজ উমেশ চিলড্রেন হোমের দায়িত্বপ্রাপ্ত কর্মী কল্পনা দাস। রবিবার হোমে গিয়ে নিখোঁজ মহিলাকে খুঁজে বের করে দেওয়ার জন্য দাবি জানায় এলাকাবাসী এবং নিখোঁজের পরিবারের লোকজন।
উমেশ চিলড্রেন হোমের দায়িত্বপ্রাপ্ত কর্মী কল্পনা দাস। বিগত তিন বছর ধরে এই হোম কর্মরত ছিলেন তিনি। সম্প্রতি তাঁর নিখোঁজ হওয়ার ঘটনাকে ঘিরে পূর্ব গকুলনগর এলাকায় গত তিনদিন ধরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ।
আজ উমেশ চিলড্রেন হোমের এসে নিখোঁজের পরিবারের লোকজন সব পূর্ব গকুলনগর এলাকাবাসী কল্পনাকে খোঁজে বের করার জন্য দাবি জানিয়েছে।
হোমের কর্মীরা জানিয়েছেন, হোমের একটি শিশুর অসুস্থতার কারণে জিবি হাসপাতালে ভর্তি করতে হয়। ওই শিশুর দেখাশোনার জন্য হাসপাতালে ছিলেন কল্পনা। নয়দিন পর গত ৩ জানুয়ারি, শিশুটি সুস্থ হয়ে উঠে। হোমের অন্য কর্মীরা সেখানে গিয়ে শিশুটির ডিসচার্জের কাজ নিয়ে ফিরে আসার আগেই কল্পনা শিশুটিকে রেখে উধাও হয়ে যায়। এমনটাই দাবি হোমের জনৈক আধিকারিক। বিষয়টি নিয়ে জিবি ফাঁড়িতে জিডি এন্ট্রি করানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
নিখোঁজ কল্পনা দাসের মায়ের দাবি তাঁর মেয়েকে যেকোরেই হোক ফিরিয়ে এনে দিতেই হবে। এখন এই বিষয়ে হোমের কর্মকর্তারা কি পদক্ষেপ নেবেন সেটাই দেখার বিষয়।