শ্রীনগর, ৫ জানুয়ারি (হি.স.): রবিবার দুপুরে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর। জানা গেছে, এদিন দুপুরে কম্পন অনুভূত হয় জম্মু ও কাশ্মীরের ডোডায়। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গেছে, রিখটার স্কেলে এদিন কম্পনের মাত্রা ছিল ৩.৫। তবে কম্পনের জেরে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর নেই। স্থানীয় সূত্রে জানা গেছে, ভূকম্পের জেরে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। তাঁরা ঘরবাড়ি ছেড়ে কেউ কেউ রাস্তায় বেরিয়ে আসেন।