আগরতলা, ৫ জানুয়ারি : অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির উদ্যোগে লুই ব্রেইলের জন্ম জয়ন্তী উপলক্ষে রবিবার সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্যরা।
প্রসঙ্গত, লুই ব্রেইল ছিলেন একজন ফরাসি শিক্ষাবিদ যিনি ১৮২৪ সালে অন্ধ এবং দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য পড়ার এবং লেখার একটি স্পর্শকাতর পদ্ধতি উদ্ভাবন করেছিলেন। রবিবার অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির উদ্যোগে ব্রেইল পদ্ধতির আবিষ্কারক মহামতি লুই ব্রেইলের ২১৬তম জন্মজয়ন্তী উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলা প্রেসক্লাবে। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়, পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বলাই গোস্বামী, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি সুকান্ত সুকান্ত ঘোষ, বলিষ্ঠ সাংবাদিক প্রণব সরকার সহ অন্যান্যরা।
আজকের এই বিশেষ অনুষ্ঠানে দুজন কৃতি খেলোয়াড়কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কৃতিদের সম্বর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে মন্ত্রী টিংকু রায় বলেন, দিব্যাঙ্গ ভাই-বোনেরা যাতে ভালোভাবে জীবন অতিবাহিত করতে পারে সেই চেষ্টা করে চলেছে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর। রাজ্য সরকার তাদেরকে ভাতার ব্যবস্থা করে দিয়েছে। ৬০ শতাংশ দিব্যাঙ্গ হলেই ভাতার আওতায় আসে। ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য ত্রিপুরা যেখানে তাদেরকে দুই হাজার টাকা করে ভাতা দেওয়া হচ্ছে। যে কোন দিব্যংগ ভাই বা বোন ভাতা পাচ্ছেনা খবর পেলেই আমরা বাড়িতে গিয়ে তাদের ভাতার ব্যবস্থা করেছি বলে উল্লেখ করেন সমাজ কল্যাণ মন্ত্রী।