আগরতলা, ৫ জানুয়ারি : গতকাল রাতে আগরতলা এয়ারপোর্ট থানাধীন বড়জলা বিধানসভার বাসিন্দা সিপিআইএম সমর্থক তপন শীলের বাড়িতে বোমা হামলা সংঘটিত হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন বড়জলার বাম বিধায়ক সুদীপ সরকার।
ঘটনার বিবরণে জানা গেছে, শনিবার রাতে এয়ারপোর্ট থানাধীন বড়জলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অনঙ্গনগর এলাকাস্থিত সিপিআইএম কর্মী তপন শীলের বাড়িতে একদল দুষ্কৃতি বোমা হামলা করেছে। এই ঘটনার তদন্ত চাইছেন এলাকার সিপিআইএম সমর্থকরা।
এদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, একদল মাফিয়া দুষ্কৃতিকারী এই ধরনের ঘটনা ঘটিয়ে এলাকার শান্তি সম্প্রীতির পরিবেশকে বিঘ্নিত করার চেষ্টা করছে।
আজ সকালে বিধায়ক সহ তপন শীল সহ অন্যান্যরা এয়ারপোর্ট থানায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি মামলা দায়ের করেছেন। পাশাপাশি পুলিশকে তাদের টহল বাড়ানোর অনুরোধ করেছেন; সাথে পুলিশ আধিকারিকদের এই ঘটনার জড়িত দুষ্কৃতিদের শনাক্ত করে তাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন বড়জলার বাম বিধায়ক সুদীপ সরকার।