নয়াদিল্লি, ৩ জুলাই (হি.স.) : বার্বাডোজ থেকে রওনা হল টিম ইন্ডিয়া। বুধবার বিশেষ বিমানে বার্বাডোজ থেকে মাতৃভূমির উদ্দেশ্যে রওনা হয়েছেন টিম ইন্ডিয়ার সদস্যরা, একইসঙ্গে ওই বিমানে দেশে ফিরছেন ভারতীয় মিডিয়ার সদস্যরাও। বৃহস্পতিবার ভোরে নতুন দিল্লিতে এসে পৌঁছবেন টিম ইন্ডিয়ার সদস্যরা।
বিশেষ এই বিমানের ব্যবস্থা করেছেন বিসিসিআই সচিব জয় শাহ। দেশে ফেরার পর বৃহস্পতিবার রোহিতদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল ১১টায় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় টিমের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।