মুম্বই, ১৩ মার্চ (হি. স.): শেয়ারবাজারে হাহাকার! সপ্তাহের তৃতীয় কাজের দিনে বুধবার আবারও বড় পতন হল শেয়ারবাজারে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে বাজার থেকে উড়ে গেল বিনিয়োগকারীদের ১৩ লক্ষ কোটি টাকা। বুধবার হু হু করে পড়তে থাকে সেনসেক্স এবং নিফটির সূচক।
বুধবার প্রথমে শক্তিশালী গতি নিয়ে বাজার খুললেও, হুড়মুড়িয়ে পড়তে শুরু করে শেয়ার মার্কেট। বাজারে এই বিরাট ধসের কারণ মূলত তেল, গ্যাস, ধাতুর মতো বিভিন্ন সেক্টরের সংস্থাগুলির শেয়ারে পতনের ফলে।