ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ঘোষিত হলো সদর ‘এ’ এবং ‘বি’ দল। রাজ্য অনূর্ধ্ব-১৩ আসরে অংশগ্রহণের লক্ষ্যে। বুধবার সন্ধ্যায় রাজ্য ক্রিকেট সংস্থার সচিব সুব্রত দে ঘোষনা করেন সদর ‘এ’ এবং ‘বি’ দল। সদর ‘এ’ দলের নেতৃত্বে যশ দেববর্মা এবং ‘বি’ দলের নেতৃত্বে ইজ্যাক দেববর্মা। এবছর দক্ষিণ জেলায় রাজ্য আসর হওয়ার কথা। নির্বাচিত ক্রিকেটারদের ১৪ মার্চ দুপুর ২ টায় এম বি বি স্টেডিয়ামে রিপোর্ট করতে বলেছেন টি সি এ সচিব। ঘোষিত দল: সদর ‘এ’: শ্রেষ্ঠাংশু দেব, রাজদীপ দাস, যশ দেববর্মা (অধিনায়ক), ঋদ্ধিমান দাস, শায়ন্তন কর, শুভ্রজিৎ পাল, অঙ্কিত দাস (সহ অধিনায়ক), জয়ন্ত সাহা, আবীর ভট্টাচার্য, তানিষ্ক চক্রবর্তী, রাজদীপ দেব, রাহুল মিঁয়া, শায়ন্তন রায়, শুভম গণ, রাজদীপ দাস, শুভ্রজিৎ সাহা, দিব্যজ্যোতি ধর, অর্পিত দেবনাথ, পাপাই দাস এবং সিদ্ধার্থ দে। কোচ: জয়ন্ত দেবনাথ, ট্রেণার: অজিতাভ নাথ। সদর ‘বি’: বেদাদ্রত বনিক, মোহিত দেববর্মা, ইজ্যাক দেববর্মা (অধিনায়ক), নীলেশ সূত্রধর, মনিষ ঘোষ, দেবব্রত রুদ্রপাল, অনশ ভাটনাগর (সহ অধিনায়ক), ময়ুখ চৌধুরি, চন্দ্রস্নাতা গোস্বামী, অয়ন দেবনাথ, উদয়ন পাল, অভিরূপ দাস, তীর্থ চক্রবর্তী, দিগ্বীজয় মজুমদার, ক্রিশ ভৌমিক, শুভ্রজিৎ চক্রবর্তী, দেবব্রত রুদ্রপাল, ঋদ্ধিমান কর, রাম দত্ত এবং দেবপ্রীয় দে। কোচ: ইন্দ্রজিৎ ঘোষ, ট্রেণার অচিন্ত চক্রবর্তী।
2024-03-13