উত্তরকাশি, ২৯ নভেম্বর (হি.স.) : উত্তরখন্ডের সিল্কিয়ারা টানেল থেকে উদ্ধার হওয়া শ্রমিকদের চেক-আপের জন্য বুধবার এআইআইএমএস-ঋষিকেশে পাঠানো হল। এদিন প্রশাসনিক আধিকারিক এই তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় ১৭ দিনের অকান্ত পরিশ্রম, চেষ্টা ও কঠোর অভিযানের পর উত্তরকাশিতে ভেঙে পড়া টানেল থেকে ৪১ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছিল। শ্রমিকদের টানেল থেকে বের করার পর চিনিয়ালিসাউরের একটি হাসপাতালে চিকিৎসা পর্যবেক্ষণে রাখা হয়েছিল। এদিন বিকেলে চিনুক হেলিকপ্টারে করে তাদের এইমস-ঋষিকেশে আনা হয়। এইমস-ঋষিকেশের একজন আধিকারিক জানিয়েছেন, কর্মীদের প্রথমে হাসপাতালের ট্রমা ওয়ার্ডে নিয়ে যাওয়া হবে যেখান থেকে তাদের স্বাস্থ্যের পরামিতিগুলির বিশদ পরীক্ষার জন্য তাদের বিপর্যয় ওয়ার্ডে স্থানান্তরিত করা হবে। তাদের মানসিক স্বাস্থ্যও পরীক্ষা করা হবে।
তিনি আরও জানান, তাদের পর্যবেক্ষণে রাখা হবে। এইমস-ঋষিকেশের বিপর্যয় ওয়ার্ডের ক্ষমতা ১০০ শয্যার। সেজন্য উদ্ধার করা শ্রমিকদের দেখাশোনার জন্য সমস্ত ব্যবস্থা প্রস্তুত রয়েছে। শ্রমিকদের আত্মীয়দেরও বাসে করে ঋষিকেশে আনা হচ্ছে বলেও তিনি জানান।