মুম্বই, ১৫ নভেম্বর (হি.স.): মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ব্যাটিংয়ে নেমেই রোহিত তাণ্ডব শুরু করেছিলেন নিউজিল্যান্ডের বোলারদের ওপর। কিন্তু আউট হয়েছেন ৪৯রান করে। তিনি আজ ভেঙ্গেছেন গেইলের গড়া বিশ্বকাপে ছক্কার রেকর্ড।
তিনি পেছনে ফেলেছেন ২০১৫ সালে ক্রিস গেইলের গড়া রেকর্ড। অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত সেই আসরে ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটার সবমিলিয়ে ২৬ ছক্কা হাঁকিয়েছিলেন। নিউজল্যান্ডের বিপক্ষে রোহিত ছাড়িয়ে গেলেন সেটা। ট্রেন্ট বোল্টের বলে ছয় হাঁকিয়ে রেকর্ড নিজের করে নিয়েছেন রোহিত শর্মা।