কলম্বো, ১২ সেপ্টেম্বর(হি.স.): আজ কলম্বোয় শ্রীলংকার বিরুদ্ধে ব্যাট করতে নেমে নতুন মাইলফলক অর্জন করেছেন রোহিত শর্মা। ম্যাচে কসুন রাজিথার গুড লেংথ ডেলিভারিটি সোজা ব্যাটে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। অসাধারণ এই শটে ছক্কা হাঁকিয়েই ওয়ানডেতে ১০ হাজারি ক্লাবে নাম লেখালেন ভারত অধিনায়ক।
এ ম্যাচের আগে ১০ হাজার রান থেকে কেবল ২২ রান দূরে ছিলেন রোহিত। ষষ্ঠ ভারতীয় ও ১৫তম ব্যাটার হিসেবে ওয়ানডেতে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। এই ক্লাবে ঢুকতে ২০৫ ইনিংস খেলেন তিনি।