মুম্বাই, ২৩ আগস্ট(হি. স.) : আসন্ন বিশ্বকাপে শুভমান রোহিত শর্মার সঙ্গে ব্যাটিং করতে চান। তাদের এই জুটি ওপেনিংএ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন এই তরুণ ব্যাটসম্যান।
ওয়ানডেতে এই দুজন এ পর্যন্ত একসঙ্গে ৯ বার ব্যাটিং করেছেন ,৭৬.১১ গড়ে করেছেন ৬৮৫ রান। গিল নিজেও রোহিতের সঙ্গে ব্যাটিং করতে অসাধারণ বোধ করেন বলে বুধবার আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত খবরে জানানো হয়।
গিল বলেছেন,’আমরা দুজন একসঙ্গে ব্যাটিং করলে সবার নজর থাকে রোহিতের ওপর, তখন নিজের কাজ সহজ হয়ে যায়। তাই তার সঙ্গে ওপেন করাটা অসাধারণ অনুভূতি। বিশেষ করে যখন জানা হয় সব ফোকাস থাকে তার উপর।’