মুম্বাই, ১৮ জুলাই (হি.স.): বিশ্বকাপে এবং এশিয়া কাপে জসপ্রীত বুমরা ভারতীয় দলে ফিরছেন কিনা সেটা সময় বলবে। তবে দলে ফেরার ব্যাপারে বুমরা নিজেই মঙ্গলবার যে আপডেট দিলেন তাতে আশ্বস্ত হওয়াই যেতে পারে। আজ বুমরার পোস্ট করা ভিডিয়ো কিছুটা হলেও ভারতীয় ক্রিকেটে আশার আলো।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন বুমরা। ভারতীয় ক্রিকেট টিমকে ট্যাগ করে যেন ফেরার বার্তাও দিতে চেয়েছেন। বোলিং করছেন বুমরা। ব্যাকগ্রাউন্ডে গান চলছে, কামিং হোম। তাহলে কি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বার্তা দিচ্ছেন বুমরা? এমনটাই অনুমান করা যেতে পারে।
তবে আশার আলো দেখা গেলেও টিম ম্যানেজমেন্ট তাড়া হুড়ো করতে রাজি নন। গত বছর তাড়াহুড়ো করতে গিয়ে বুমরাকে নিয়ে ভুগতে হয়েছে। সেই ভুল থেকে শিক্ষা নিতে চায় টিম ম্যানেজমেন্ট। তবে বুমরার পোস্ট করা ভিডিয়ো কিছুটা হলেও ভারতীয় ক্রিকেটে আশার আলো।